আমরা যারা ইন্টারনেটে একটু এডভান্স লেভেলে কাজ করে থাকি সাধারণত তাদের অনেক সময় বিভিন্ন ওয়েবসাইটের ইনফর্মেশন প্রয়োজন পড়ে। যেমন ডোমেইনটা কোথা থেকে কেনা,ডোমেইনের এডমিনের ইমেইল এড্রেস, নেম সার্ভার, কোথায় হোস্টিং করা ইত্যাদি।বিভিন্ন ইনফর্মেশন আমরা খোঁজ করে থাকি কিন্তু এসব ইনফরমেশন আমরা একবারে পাইনা ।আমাদের বিভিন্ন ওয়েবসাইটে ঢুকে সেই ওয়েবসাইট সম্পর্কে ইনফরমেশন সার্চ করে বের করতে হয় তাই আজকে আমি আপনাদের এমন একটি এক্সটেনশন সম্পর্কে জানাবো। যেটা এক ক্লিকে ডোমেইনের সকল ইনফরমেশন আপনাদের সামনে হাজির করবে। সব থেকে বড় কথা এক্সটেনশনটি সম্পুর্ন ফ্রী
আরো পড়ুন
যে সব ইনফরমেশন এই এক্সটেনশনটি থেকে পাব তা হল :
- Server ip
- ipv4 server ip
- ipv6 ip
- server location
- isp name
- Domain TLD
- Name server
- Updated Date
- Creation Date
- Expiration Date
- Registrar WHOIS Server:
- Registrar URL:
- Registrar Name
- Registrar email
- alexa Rank
- Domain rank
- AAAA Reverse ip
- A Reverse Ip
- Your IP
- IP Range/ Subnet
- Network Tools Ping
- current location
এরকম আরো অনেক ইনফরমেশন এই এক্সটেনশন থেকে পেয়ে যাব। এটির ব্যবহার অনেক সহজ আমরা কয়েকটা স্টেপ এটা আমাদের ক্রোম ব্রাউজারে ইন্সটল করে নিতে পারি
Step -1
প্রথমে আমাদের গুগল ক্রোমের ডান সাইডে থ্রি ডট এ ক্লিক করতে হবে। তারপর সেখান থেকে
Setting >More Tools > extension> Chrome Web Store
এই পজিশনে যাওয়ার পর নিচের ছবির মত স্ক্রীন আসবে
Step -2
গুগল ক্রোম ওয়েব স্টোর এ আসার পর সার্চ বক্সে IP Address and Domain Information লিখে সার্চ করতে হবে সার্চ রেজাল্ট আসার পর প্রথম যে এক্সটেনশনটি আসবে সেটা আমাদের গুগল ক্রোমে এড করতে হবে
Step -3
এক্সটেনশনটি অ্যাড হওয়ার পর সেটি আমাদের এড্রেসবারে আনতে হবে। এটি করার জন্য আমাদের এক্সটেনশন টি কে পিন করে সামনে শো করাতে হবে। এক্সটেনশন আইকনে ক্লিক করে সব এক্সটেনশনের থেকে IP Address and Domain Information টি টির পাশে পিন আইকন টি কেক্লিক করে দিতে হবে তারপর এটা আমাদের এড্রেসবারে সামনের দিকে অবস্থান করবে।
Step -4
এখন আমাদের সব কাজ সম্পন্ন হয়েছে এখন আমরা যে ওয়েবসাইটের যদি ইনফর্মেশন পেতে চাই সেই ওয়েবসাইটে প্রবেশ করার পর শুধু আইপি বাটনে একবার ক্লিক করলেই সব ইনফরমেশন আমরা চোখের পলকে সামনে পেয়ে যাব
এখন থেকে আমরা এক্সটেনশন থেকে ডোমেইনের সকল ইনফরমেশন এক ক্লিকেই পেয়ে যাব একি আর্টিকেলটি আমি একটি ভিডিও তৈরি করেছি সেটি আপনারা যদি চান তাহলে ইউটিউবে আমার চ্যানেলে ভিডিওটি দেখতে পারেন আর্টিকেলটি ভালো লাগলে আপনাদের ফেসবুক পেজে শেয়ার করুন যাতে আপনাদের বন্ধুদের উপকারে আসতে পারে