সুপ্রিয় দর্শক ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আপনারা সবাই ভাল আছেন। আজকে আমি আপনাদের সামনে গুগলের একটি সার্ভিস GOOGLE KEEP নিয়ে আলোচনা করব এটি আপনাদের দৈনন্দিন কাজ কে অনেক সহজ করে দেবে। একই সাথে ব্যবহার করতে পারবেন কম্পিউটারে এবং মোবাইল অ্যাপ্লিকেশন এ। আমাদের সবারই জিমেইল অ্যাকাউন্ট আছে এটা সবচাইতে বড় সুবিধা হলো যদি কারোর জিমেইল অ্যাকাউন্ট থাকে তার জন্য আলাদা করে কোনো অ্যাকাউন্ট খোলার প্রয়োজন নেই ওই জিমেইল অ্যাকাউন্ট থেকেই আমরা গুগল কি ব্যবহার করতে পারব আমার দেখা অন্য যেকোন টু-ডু লিস্ট তৈরি ডেইলি রুটিন তৈরি অ্যাপস এর মধ্যে সবচেয়ে সেরা কারণ এটা আমি একসাথে অনেকগুলো ফিচারস পাচ্ছি যেগুলো অন্য কোন সফটওয়্যার একই সাথে দিতে পারছে না আমরা এই গুগোল কিপ ইউজ করে ডেইলি রুটিন তৈরি কাজের তালিকা তৈরি এবং কাজ করার সময় গ্রুপ করে কাজ করার সাথে টিম মেম্বারদের কাজের অগ্রগতি দেখার সুবিধা রয়েছে তাই এটি আমার কাছে মনে হয়েছে অনেক ভালো একটি সফটওয়্যার
-
নোটবুক হিসেবে ব্যবহার :
এটি আমাদের ডেইলি নোট হিসেবে ব্যবহার করার জন্য খুবই উত্তম একটি সফটওয়্যার এটা মোবাইলে ব্যবহার করার সময় আমরা যা লিখবো সেটা আবার কম্পিউটারেও একই তথ্য পেয়ে যাব এই ক্ষেত্রে আমাদের এটি এক্সট্রা এক্সট্রা কিছু সুবিধা দেবে যেটা হলো কম্পিউটারে কিছু লিখে আমরা মোবাইলে নিতে চাইলে সেটার জন্য আলাদা করে কোন কষ্ট করা লাগবে না আলাদা আলাদা কাজের জন্য আমরা চেকবক্স এর ব্যবহার করতে পারব এবং কাজটি কমপ্লিট হলে চেকবক্সে টিক দিয়ে কমপ্লিটেড শো করতে পারব এছাড়াও রয়েছে কাজের প্রায়রিটি অনুযায়ী আগে-পিছে করার সুবিধা
You Can Read More:
- U.S English Spelling Test Answer-2019
- Upwork Readiness Test Answer-2019
- Upwork HTML5 Test Answer
- WordPress Test Answer 2019 | 94% Marks
- Hdd
-
রিমাইন্ডার :
আমরা যখন কোন গুরুত্বপূর্ণ কাজ গুগোল কিপ এ সেভ করি তখন সেটি কোন তারিখে মধ্যে কমপ্লিট করব সেটা আমরা রিমাইন্ডার হিসেবে রেখে দিতে পারে অথবা এরকম হতে পারে যখন আমরা কোনো স্পেসিফিক লোকেশন যেমন আমরা যদি যশোর থেকে যশোর দড়াটানা ব্রিজের উপরে যায় তখন তখন অটোমেটিক্যালি রিমাইন্ডার আমার এস করবে যে আমরা দরাটানা ব্রিজের উপর পৌঁছে গেছি এখানে আমার স্পেসিফিক কিছু কাজ ছিল সেটা আমরা যখনই ওই লোকেশনে পৌঁছায় না কেন তখন আমাকে রিমাইন্ড দিয়ে জানিয়ে দেবে যে আমরা এখানে এসেছি আমার এই কাজগুলো আছে
-
বুকমার্ক:
বিভিন্ন ধরনের ওয়েবসাইট আমরা ব্যবহার করে থাকি এতে ওয়েবসাইটের নাম আমাদের মনে রাখার ও সম্ভব না। তাই বুকমার্ক হিসেবে সেভ করে রাখার জন্য আমরা GOOGLE KEEP ব্যবহার করতে পারি, এটি ব্যবহার করার সুবিধা হচ্ছে আমরা মোবাইল থেকে অথবা ডেক্সটপের ক্রোম ব্রাউজার থেকে সরাসরি সেভ করতে পারব।
-
শেয়ার কোলাবোরেটর:
কোলাবোরেটর’ ফিচারস আমরা যখন একাধিক লোকের সাথে কাজ করি এবং কাজ বিভিন্ন ভাগে বিভিন্ন লোককে দেওয়া থাকে। কখন কে কোন কাজটি কমপ্লিট করছে সেটা আমরা এই কোলাবোরেটর’ মাধ্যমে একই সাথে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে পারি ।প্রত্যেকের যে যে কাজে ভাগ করে দেওয়া আছে সে কাজটি কমপ্লিট করলে চেকবক্সে টিক দেবে এবং সেটি সবাই দেখতে পাবে
-
ইমেজ গ্রাবিং:
আমরা জানি গুগোল ইমেজ থেকে লেখা টাইপ বা কম্পোজ করে আমাদের কাছ থেকে অনেক সহজ করে দেয় গুগোল কিপ এই ফিচারটি এড করা হয়েছে আমরা যখন গুগোল কিপ এ কোন ছবি সেভ করি সেই ছবি থেকে লেখাগুলো গ্রাফ করে নেয়ার জন্য আমাদের ছবির উপরে ক্লিক করে গ্লাব ইমেজ টেক্সট ক্লিক করলেই আমরা সেই ইমেজ থেকে লেখাগুলো নিয়ে নিতে পারব
-
মোবাইল উইডগেট :
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে যদি আমরা গুগোল কিপ সফটওয়্যারটি ইন্সটল করি তাহলে উইথ গেট থেকে আমরা হোমপেজে বা মোবাইলের হোম স্ক্রিনে গোলকিপের নটি সরাসরি করে রাখতে পারি
-
হোইট বোড হিসাবে ব্যবহার :
গুগল কীবোর্ড কাজ করব তখন যদি আমরা ড্রইং অপশনটি সিলেক্ট করি তাহলে ওইখান থেকে আমরা একটা সাদা পেজ পাব সেখানে আমরা টাচস্ক্রিনের ওপরে পেন দিয়ে অথবা আঙ্গুল দিয়ে টাচ করে যেকোনো লেখা আমরা লিখতে পারবো
আশা করি সবাই বুঝতে পেরেছেন যে গুগোল কিপ সফটওয়্যারটি ব্যবহার করলে আমাদের কাজের ক্ষেত্রে অনেক সুবিধা পেতে পারি তাই আমার এই আর্টিকেলটি যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ সকলকে