Samsung আসল মোবাইল চেনার উপায়
- ফোনটিতে *#০*# চাপুন। ফোন আসল হলে সঙ্গে সঙ্গে পর্দায় এলসিডি টেস্ট দেখা যাবে।
- নকল সেটে এটি কখনোই আসবে না।
-
.আসল ফোনে *#১২৩৪# চাপলে ভার্সন এপি, সিপি ও সিএসসি সিরিয়াল নম্বর,
-
*#০*# চাপলে জেনারেল টেস্ট মোড এবং *#০২২৮# দিয়ে ব্যাটারি স্ট্যাটাস দেখা যাবে।
নকল ফোনে এসব ‘কোড’ কাজ করে না।
যে কাজ করতে হবে:-
- অরজিনাল নাকি ক্লোন যে ফোনটি চেক করতে চান সেটি হাতে নিন এবং ডায়াল করুন *#0*#
- তারপর কিছু বাটন দেখতে পাবেন, সেখান থেকে সেন্সর (Sensor) লিখাতে টাচ করুন।
- এবার উপরে ডান পাশে ইমেজ টেস্ট (Image Text ) লিখাটাতে টাচ করুন।
- টাচ করার পর যদি কুকুর ছানার ছবি আসে তাহলে এটা জেনুইন।
- আর যদি ফুল, প্রকৃতি কিংবা জেব্রা আসে তাহলে বুঝতে হবে এটা ক্লোন ডিভাইস তবে আর দেরী কেন এখনই চেক করুন আপনার হাতে থাকা স্যামসাং স্মার্টফোনটি।