Home / নীতিমালা

নীতিমালা

পোষ্ট সংক্রান্ত

  • আইটি ওয়াল্ড একটি টেকনোলজি ভিত্তিক ব্লগ। তাই সকল টিউনঅবশ্যই বিজ্ঞান ও প্রযুক্তি সংক্রান্ত হতে হবে। সৃজনশীল, তথ্যবহুল, বিজ্ঞান, প্রযুক্তি ও মানসম্মত আইটি ওয়াল্ড এ প্রধান্য পাবে।
  • আইটি ওয়াল্ড প্রকাশিত সকল টিউন এর মূল ভাষা অবশ্যই বাংলায় হতে হবে এবং টিউন এ কমপক্ষে ৫০/৬০ ভাগ বাংলা ভাষা থাকতে হবে, সামান্য ইংরেজি ভাষা থাকতে পারে তবে ইংরেজি বাতিত অন্য কোন ভাষায় টিউন করা যাবে না।
  • ইংরেজি হরফ দিয়ে বাংলা লিখে, অথবা বাংলা ভাষার অহেতুক বিকৃত করে কোন টিউনকরা যাবে না।
  • টিউনকরার সময় টেকনিক্যাল টার্মগুলোর অহেতুক বাংলা প্রতিশব্দ ব্যবহার থেকে বিরত থাকুন। কোন ট্রার্মের বহুল ব্যবহৃত পরিভাষা থাকলে সেটি ব্যবহার করার চেষ্টা করুন।
  • হ্যাকিং, ক্র্যাকিং, ফিসিং, সাইবার ক্রাইম ইত্যাদি বিষয় নিয়ে অবশ্যই টিউনকরা যাবে। কিন্তু মনে রাখতে হবে তা যেন কোন ওয়েবসাইট বা কাউকে কেন্দ্র করে নয় অথবা কারো ক্ষতি না করে।
  • অর্ধেক টিউনকরে বাকিটুকু পড়তে নিজের ব্লগ বা অন্য কারো ব্লগ এর লিংক দেয়া যাবে না। সম্পূর্ণ টিউন করে প্রয়োজনে লেখক ও লেখার সূত্র উল্লেখ করে টিউন করা যাবে।
  • টিউনকরে ডাউনলোড করার জন্য নিজের ব্লগে বা অন্য কোন ব্লগের ঠিকানা দেওয়া যাবে না।
  • নিজের লেখা নয় এরকম, অন্য কোন ব্লগ থেকে বা অন্য ব্লগারের বা অন্যের লেখা বা অন্য কোন উৎস থেকে হুবহু বা আংশিক কপি পেস্ট করে বা নিজের নামে টিউনকরা যাবে না।
  • অন্যের লেখা মানসম্মত কোন টিউনহুবহু কপি পেস্ট করে টিউন করা যাবে তবে তার আগে ঐ লেখকের অনুমতি নিতে হবে অথবা পূর্বে প্রকাশিত ঐ টিউনের লিংক উল্লেখ করতে হবে।
  • নিজের লেখা বা নিজের ব্যক্তিগত ব্লগের লেখা কোন টিউনযা আগে প্রকাশিত হয়েছিল সেটি লেখক নিজে হুবহু টিউন করতে পারবে। তবে এক্ষেত্রে পূর্বে প্রকাশিত টিউনের লিংক অবশ্যই উল্লেখ করতে হবে।
  • কোন রকমের এ্যাডসেন্স বা এফিলিয়েট জাতীয় এ্যাড ও লিংক এবং এফিলিয়েট লিংক দিয়ে করা সর্টলিংক(Short Link) দিয়ে টিউনকরা যাবে না।
  • টিউনেএমন কোন লিংক, সাইট ও ব্লগের ঠিকানা ও লিংক ব্যবহার করা যাবে না যাতে এফিলিয়েট জাতীয় এ্যাড ও লিংক বা এফিলিয়েট ফাইল হোস্টের লিংক অবস্থান করে।
  • অনলাইন আয় ও ফ্রিল্যান্সিং নিয়ে টিউনকরার ক্ষেত্রে টিউন অবশ্যই দিকনির্দেশনা ও প্রোণদনা মূলক হতে হবে।
  • জনস্বার্থে নয় শুধু মাত্র ব্যবসায়িক উদ্দেশ্যে এমন কোন বিজ্ঞাপনী মূলক টিউনপ্রকাশ করা যাবে না। প্রতিষ্ঠানের বা পণ্যের উদ্দেশ্য এবং কার্যক্রমের সঠিক ও পূর্ণ বিবরণ দিয়ে টিউন করা যাবে এবং তা অবশ্যই জন স্বার্থে হতে হবে।
  • প্রচারণার উদ্দেশ্যে একই সাইট বিভিন্ন ভাবে ফিচার করা যাবে না। এ ধরনের আচরণ থেকে সর্বদা বিরত থাকুন।
  • অশ্লীল এবং অনৈতিক কোন বিষয়ে টিউনকরা যাবে না।
  • কপিরাইট আইন ভঙ্গ করে এমন কোনো কিছু যেমন: ছবি, তথ্য ও লেখা প্রকাশ করা যাবে না।
  • ধর্ম এবং সামাজিক প্রক্ষাপটকে আঘাত করে এমন কোন বিষয় নিয়ে টিউনকরা যাবে না বা এ ধরনের লেখাও টিউনে থাকা যাবে না। এ বিষইটি অ্যানিটেক টিউন খুবই গুরুত্তের সঙ্গে বিবেচনা করে।
  • অশ্লীল, কুরুচিপূর্ণ, অপমানজনক, উস্কানিমূলক বা আপত্তিকর, অশালীন ইঙ্গিতপূর্ণ কোনো শব্দ বা বাক্য টিউনেব্যবহার করা যাবে না।

মন্তব্য সংক্রান্ত

  • কাউকে গালিগালাজ অথবা ব্যক্তিগতভাবে আক্রমণ করা যাবে না ।
  • অশ্লীল, কুরুচিপূর্ণ, অপমানজনক, উস্কানিমূলক বা আপত্তিকর, অশালীন ইঙ্গিতপূর্ণ কোনো শব্দ বা বাক্য ব্যবহার করা যাবে না।
  • মন্তব্য সরাসরি ক্র্যাক, সিরিয়াল, কীজেন ইত্যাদির লিংক, টেক্স, ফাইল ইত্যাদি প্রকাশ করা যাবে না।
  • মন্তব্যের আইনগত বা অন্য কোনো দায়দায়িত্ব অ্যানিটেক টিউন বহন করে না।

মন্তব্য অ্যাপ্রোভ সংক্রান্ত

  • প্রচারণার উদ্দেশে মন্তব্ব্যে কোন সাইট বা সার্ভিসের লিংক সরাসরি প্রকাশ করা যাবে না।
  • মন্তব্য অবশ্যই তথ্য সমৃদ্ধ ও পোস্টের সাথে রিলিভেন্ট হতে হবে।
  • মন্তব্য অ্যাপ্রোভ করার জন্য মন্তব্ব্যে কোন প্রকার লিঙ্ক দেয়া যাবে না তবে যদি পোস্টের সাথে আপনার লিঙ্ক রিলিভেন্ট হয় সেক্ষেত্রে অ্যাপ্রোভ এর জন্য বিবেচনা করা হতে পারে।
  • আপনি ওয়েবসাইট অপশন এআপনার সাইট এর লিঙ্ক দিতে পারেন।

আইডি নাম সংক্রান্ত

  • আইডি ও নাম হিসেবে এমন কোনো নাম বা ছদ্মনাম ব্যবহার করা যাবে না যা অন্য কোন টিউনকারির নামকে হেয় করে।
  • বিশিষ্ট রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ অনুসারে শ্রদ্ধেয় কোনো ব্যক্তি, বর্গ, গোষ্ঠিকে ব্যঙ্গ করে কোন আইডি এবং নাম তৈরি ও ব্যবহার করা যাবে না।
  • সামাজিকভাবে কোনো প্রচলিত নামকে হেয় করে কিংবা সামাজিক-সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি থেকে অশালীন মনে হয় এমন কোন আইডি ও নাম ব্যবহার করা যাবে না।

 

সতর্কীকরণ

এক বা একাধিক নীতিমালা ভঙ্গের জন্য আইটি ওয়াল্ড যে কোনো সময় কোনো আগাম বিজ্ঞপ্তি দিয়ে বা না দিয়ে যে কোনো টিউনকারির আইডি অপসারণ/বাতিল বা বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ

Show Buttons
Hide Buttons
Skip to toolbar