ওয়ার্ডপ্রেস সাইট এর favicon পরিবর্তন করা যায়। এটা আপনি plugin দিয়েও পরিবর্তন করতে পারবেন। কিছু কিছু থিমএ এটি পরিবর্তনের অপশন আছে। তবে যাদের থিম এ এটি নাই তাদের জন্য। তেমন কোন কঠিন কাজ না। নিছের কোডটুকু কপি করে আপনার থিম এর functions.php ফাইল এর নিছে অ্যাড করে দিন। সুধু http://it-worldbd.com/wp-content/icon.png এর জাইগায় আপনার ইমেজ এর লিঙ্ক দিন দেখবেন কাজ হয়ে গেছে। তবে ফাইল সাইজ 16*16 রাখবেন।
function my_favicon() { ?>
<link rel=”shortcut icon” href=”https://it-worldbd.com/wp-content/icon.png” >
<?php }
add_action(‘wp_head’, ‘my_favicon’);