Home / ওয়ার্ডপ্রেস / ওয়ার্ডপ্রেস সাইট এর favicon পরিবর্তন করা যায়

ওয়ার্ডপ্রেস সাইট এর favicon পরিবর্তন করা যায়

ওয়ার্ডপ্রেস সাইট এর favicon পরিবর্তন করা যায়। এটা আপনি plugin দিয়েও পরিবর্তন করতে পারবেন। কিছু কিছু থিমএ এটি পরিবর্তনের অপশন আছে। তবে যাদের থিম এ এটি নাই তাদের জন্য। তেমন কোন কঠিন কাজ না। নিছের কোডটুকু কপি করে আপনার থিম এর functions.php ফাইল এর নিছে অ্যাড করে দিন। সুধু http://it-worldbd.com/wp-content/icon.png এর জাইগায় আপনার ইমেজ এর লিঙ্ক দিন দেখবেন কাজ হয়ে গেছে। তবে ফাইল সাইজ 16*16 রাখবেন।

function my_favicon() { ?>
<link rel=”shortcut icon” href=”https://it-worldbd.com/wp-content/icon.png” >
<?php }
add_action(‘wp_head’, ‘my_favicon’);

Show Buttons
Hide Buttons
Skip to toolbar