Home / ইন্টারনেট / GP মোডেম এ অন্য সিম ব্যবহার পদ্ধতি
ATTACHMENT DETAILS Gp-Modem.png April 6, 2019 10 KB 185 by 150 pixels Edit Image Delete Permanently

GP মোডেম এ অন্য সিম ব্যবহার পদ্ধতি

GP মোডেম দিয়ে যে কোন সিম ব্যবহার করা যায়। এজন্য আপনি শুধুমাত্র মোডেম থেকে সিটিংস পরিবর্তন করেই আপনার পছন্দমত ফোন অপারেটরের  সিম ব্যবহার করতে পারেন। পদ্ধতি

  • প্রথমেই GP মডেমের সাথে সংযুক্ত ড্রাইভার সফটওয়্যারটি ওপেন করুন।
  • তার পর Tools এ ক্লিক করুন।
  • সেখান থেকে Options এবং তা থেকে Profile Management সিলেক্ট করুন।

সেখানে By Default Profile Name : GP-INTERNET সিলেক্ট করা আছে। অন্য অপারেটর যেমন  বাংলালিংক, রবি ও ওয়ারিদের সিম দিয়ে ইন্টারনেট ব্যাবহার করতে নতুন প্রোফাইল তৈরি করতে হবে। তাই পাশের প্যানেল হতে New সিলেক্ট করুন।

বাংলালিংক সিম ব্যবহার পদ্ধতি

New প্যানেল নিচের তথ্যগুলো এন্ট্রি করে OK করুন ।

 Profile Name           :  Banglalink-WEB
APN                              : blweb
Access Number         : *99***1#

 সর্বশেষ Connection এ গিয়ে প্রোফাইল হিসেবে GP-INTERNET এর স্থলে Banglalink-WEB সিলেক্ট করে Connect করুন ।

 

রবি সিম ব্যবহার পদ্ধতি

New প্যানেল নিচের তথ্যগুলো এন্ট্রি করে OK করুন ।

 Profile Name           : Robi-INTERNET
APN                            :internet
Access Number         : *99***1#

 

সর্বশেষ Connection এ গিয়ে প্রোফাইল হিসেবে GP-INTERNET এর স্থলে Robi-INTERNET সিলেক্ট করে Connect করুন ।

এয়ারটেল সিম ব্যবহার পদ্ধতি

New প্যানেল নিচের তথ্যগুলো এন্ট্রি করে OK করুন ।

 Profile Name           : WARID-INTERNET
APN                           :internet
Access Number        : *99***1#

সর্বশেষ Connection এ গিয়ে প্রোফাইল হিসেবে GP-INTERNET এর স্থলে WARID-INTERNET সিলেক্ট করে Connect করুন

Show Buttons
Hide Buttons
Skip to toolbar